ফরিদপুরে বিএনপি নেতা আরেফিনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা আব্দুর রশীদ আরেফিনের (৪৫) গায়েবানা জানাজা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে ফরিদপুর শহরের মুজিব সড়ক সংলগ্ন ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকীসহ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন পঞ্চগড় জেলা বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ বিএনপির নেতাকর্মীদের দিকে রাবার বুলেট, টিয়ারশেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে।
এসময় বিএনপি নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে নিহত হন বোদা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিন (৪৫)। বিএনপি নেতাদের অভিযোগ পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের গুলিতে আরেফিন নিহত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয় পুলিশের গুলিতে নয় বরং হার্ট অ্যাটাকে মারা যান ওই নেতা।
জহির হোসেন/এমএএস
বিজ্ঞাপন