ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেনসহ রাজবন্দিদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্টপাড় এলাকার স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালন করে জেলা কৃষক দল।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনসহ কৃষক দলের নেতারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেনসহ বিএনপির সকল স্তরের বন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

বক্তারা বলেন, সরকার অন্যায়ভাবে বিএনপি নেতাদের কারাবন্দি করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তারা আজ ক্ষমতার মোহে এতটাই মগ্ন যে বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে ক্ষমতা পাকাপোক্ত করার বৃথা চেষ্টা করছে। কিন্তু বিএনপি তাদের এই হীন চক্রান্ত সফল হতে দেবে না। দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন সম্পন্ন করতে হবে।

জহির হোসেন/এসএসএইচ/