চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক মো. শামীম রেজা (২৫) হত্যার ৮ দিন পেরিয়ে গেলেও মরদেহ ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মরদেহ ফেরত নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে বারবার অনুরোধ করেও কোনো সুরাহা মিলছে না। এদিকে, মরদেহ দাফনের জন্য অপেক্ষার প্রহর গুনছেন নিহত শামীমের পরিবার।

নিহত শামীমের পরিবার সূত্রে জানা যায়, সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে নিহত হয় শামীম। এখন নিহত ছেলের মুখ এক নজর দেখতে মরিয়া হয়ে বসে আছেন মা শেরিনা বেগম ও বাবা বাইরুল ইসলাম।

নিহত শামীমের মা শেরিনা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে কৃষিকাজ করেই জীবকা নির্বাহ করতো। কয়েকদিন আগেও নওগাঁ থেকে ধান কেটে এসেছে। এর আগে কখনো ভারতে গরু আনতে যায়নি। তবে এবার গিয়ে তার জীবনটাই শেষ হয়ে গেল। কিন্তু গত ৮ দিন থেকে একবার তার চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে আছি।

তিনি আরও বলেন, ছেলের কথা ভেবে দুশ্চিন্তায় রাতে আমার ঘুম আসে না। সারাক্ষণ রাস্তার দিকে তাকিয়ে আছি, এই মনে হয় আমার শামিম বাড়ি আসবে। কিন্তু ঘটনার ৮ দিন পার হলেও মরদেহের কোনো সন্ধান পায়নি। যেকোনো মূল্যে শুধু একবার ছেলেটার মুখ দেখতে চাই।

নিহত শামিমের বাবা বাইরুল ইসলাম বলেন, গত ১৮ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়েছিল শামিম। রাতে বাড়ি আসেনি। হঠাৎ ১৯ ডিসেম্বর সকালে লোকমুখে শুনতে পাই, আমার ছেলে বিএসএফের গুলিতে নিহত হয়েছে। তবে এখনো আমার ছেলের মরদেহের কোনো খোঁজ পায়নি। এখানকার বিজিবির সুবেদারের সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো লাভ হয়নি। খোঁজ পেলে জানাবে বলে আশ্বাস দিলেও কিছুই জানায়নি। আমরা ছেলের মরদেহটা ফেরত চাই।

নিহতের চাচাতো ভাই আলামিন আলী বলেন, গত ১৮ ডিসেম্বর গরু আনতে কয়েকজন রাখালের সঙ্গে ভারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শামিম। অন্যরা বাড়ি ফিরে এলেও ৮ দিন থেকে নিখোঁজ আছে শামিম রেজা। ফিরে আসা অন্য রাখালরা জানান, শামিম বিএসএফের গুলিতে মারা গেছে। কিন্তু এখন পর্যন্ত শামিমের মরদেহের কোনো খোঁজ পাচ্ছি না।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তেমন কোনো তথ্য নেই। স্থানীয় বাসিন্দা ও নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে বিষয়টি জানতে পেরেছি। এসব তথ্য অনুযায়ী, ঘটনা ঘটেছে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে। এছাড়া বিএসএফের পক্ষ থেকে আমাদের কোনো কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ সীমান্তে শামীম রেজাকে গুলি করে হত্যার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। ভারতের চাঁদনিচক এলাকার মরাগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মো. জাহাঙ্গীর আলম/এমজেইউ