টাঙ্গাইলে ৬ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর সময় প্রচণ্ড শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি বাড়তে থাকে।
বৃহস্পতিবার ভোট শুরুর আগ থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা গেছে। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।
বিজ্ঞাপন
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইসলাম বলেন, টাঙ্গাইলে ৬টি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্বপালন করছেন।
ঘাটাইল উপজেলার সন্ধানপুর, সংগ্রামপুর, রসুলপুর, লক্ষিন্দর ও ধলাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ ২ হাজার ৩৮১ জন।
বিজ্ঞাপন
কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪৫৫ জন।
অভিজিৎ ঘোষ/আরকে