ঠাকুরগাঁওয়ে প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বাচোর ইউনিয়নের একটি ইটভাটার জমাকৃত মাটির ঢিবি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল। তিনি বলেন, ইটভাটার শ্রমিকরা ঢিবি থেকে মাটি কাটছিল। এ সময় তারা মূর্তিটি দেখতে পায়। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল গিয়ে ভাঙা মূর্তি উদ্ধার করে নিয়ে আসে। মূর্তিটির ওজন ৫ কেজি ৬০০ গ্রাম।

নাহিদ রেজা/এসপি