ছালেহ আহমদ সেলিম

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার ওপর আনা অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে মহানগর আওয়ামী লীগ।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরের মির্জাজাঙ্গালের একটি হোটেলে সিলেট মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি বলেন, দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছালেহ আহমদ সেলিমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- জানতে চেয়ে সাত দিনের মধ্যে নোটিশ দিতে বলা হয়েছে।

তিন সদস্যের তদন্ত কমিটির সভাপতি হিসেবে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- আইন সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন ও অ্যাডভোকেট জাহিদ সারোয়ার সবুজ।

তুহিন আহমদ/এসপি