মোনাজাত শেষ করতে পারলেন না ইমাম
মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ
কুমিল্লার নাঙ্গলকোটে নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ (৪০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ মার্চ) উপজেলার কুরকুটা খাঁনপাড়া মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।
মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজী শরীফ উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা দক্ষিণপাড়া মিয়াজি বাড়ির ক্বারী আবদুর রশিদ মিয়াজির ছেলে। তিনি দায়েমছাতি তামিরুল মিল্লাত মাদ্রাসার আরবি শিক্ষক ও কুরকাটা খাঁনপাড়া বায়তুল ফালাহ মসজিদের ইমাম।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি মুসল্লিদের নিয়ে ফজরের নামাজ শেষে দোয়া পড়ছিলেন। এ সময় আকস্মিক তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।
ইশতিয়াক আহমেদ/এসপি
বিজ্ঞাপন