অবশেষে রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করেন সেনাবাহিনীর সদস্যরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামে পাওয়া রকেট লঞ্চারটি অবশেষে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে সেনাবাহিনীর টাঙ্গাইলের ঘাটাইল ক্যাম্পের বোমা নিষ্ক্রিয়কারী দল রকেট লঞ্চারটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্কিয় করে।
বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্বে থাকা মেজর নাহিদ শারমিন ঢাকা পোস্টকে বলেন, রকেট লঞ্চারটি ১৯৬৭ সালে তৈরি ও হাই এক্সপ্লোসিভ (এইচ-ই)। ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের ফেলা হয়েছে।
বিজ্ঞাপন
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঢাকা পোস্টকে বলেন, রকেট লঞ্চারটি উদ্ধারের পর ওই স্থানটি কড়া নিরাপত্তায় পুলিশ ঘিরে রেখেছিল। এরপর টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়। এরপর তারা ঘটনাস্থলে এসে রকেট লঞ্চারটি সফলতার সঙ্গে নিষ্ক্রিয় করে।
উল্লেখ্যে, গত মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামের একটি ফসলি জমির নিচে রকেট লঞ্চারটি পাওয়া যায়। বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হলে তারা রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা মাটি খুঁড়ে নিশ্চিত হন এটা একটি শক্তিশালী রকেট লঞ্চার। পরে থানায় খবর দিলে পুলিশ এলাকাটি ঘিরে রাখে এবং রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর সহযোগিতা চায়।
বিজ্ঞাপন
জাহিদুল খান সৌরভ/আরএআর