ময়মনসিংহ জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুল করিম
ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে বুধবার রাতে নগরের মহারাজা রোডের নিজ বাসা থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২২ অক্টোবর সকালে নগরের চরপাড়া এলাকায় জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেন। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগানসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কর্তব্য পালনে বাধা দেন তারা।
পরবর্তীতে ওই দিন বিকেলে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলাতেই জেলা জামায়াতের আমির আব্দুল করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিজ্ঞাপন
উবায়দুল হক/আরএআর