গাঁজা নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন ভাই-বোন
গাঁজাসহ আটক ভাই-বোন
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ১২ কেজি গাঁজা নিয়ে কক্সবাজারে আসার পথে ভাই-বোনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় তল্লাশিকালে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার শহরের কলাতলীর ঝিরঝিরিপাড়া এলাকার নুর মোহাম্মদের স্ত্রী আজিজা বেগম (২৪) ও তার ছোট ভাই মোহাম্মদ শরীফ (১৯)। স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে কলাতলীর একটি চক্র কক্সবাজারে গাঁজা ও ফেনসিডিল আনছিল। সেরকম চক্রের দুই সদস্য আজিজা ও তার ভাই শরীফ। তারা দীর্ঘদিন ধরে এই অপরাধে জড়িত। মূলত কুমিল্লার চৌদ্দগ্রাম ও আশপাশের এলাকা থেকে গাঁজা সংগ্রহ করেন তারা। সেখান থেকে কক্সবাজারে নিয়ে এসে খুচরা বিক্রি করেন।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদেরকে রামু থানায় হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
মুহিববুল্লাহ মুহিব/আরএআর