দিনাজপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
দিনাজপুর পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে শহরের লিলির মোড়ের পূর্ব দিকে লুৎফুন্নেছা টাওয়ারের পেছনের দক্ষিণ দিকের ‘ফাতেমা বিথি’ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার রহিম উদ্দিন আহমেদের ছেলে মজিবর রহমান (৬৫) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)।
বিজ্ঞাপন
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ বলেন, স্বামী মজিবর রহমানের মরদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মরদেহ রান্না ঘরে মাথা থেতলানো অবস্থায় পাওয়া গেছে। ইতোমধ্যে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পৃথম পৃথক হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ইমরান আলী সোহাগ/আরএআর
বিজ্ঞাপন