অবশেষে তিন ছিনতাইকারীকে ধরেছে তেঁতুলিয়ার পুলিশ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মেসার্স আনোয়ার টেলিকম ও বিকাশ ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিয়ে শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় মডেল থানায় সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিং করেছেন পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী।
তিনি জানান, গত ১ জানুয়ারি তেঁতুলিয়ার সদরের চৌরাস্তা বাজারের মেসার্স আনোয়ার টেলিকম ও বিকাশ সেন্টারের স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন (৩৯) রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তাকে কাঁটাতার দিয়ে ব্যারিকেট দিয়ে নগদ সাড়ে তিন লাখ টাকাসহ মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে। ঘটনার তিনদিন পর গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে মো. ইউসুফ (২৯), জুয়েল রানা (২৮) ও নুর হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া কিছু টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
এদের মধ্যে ইউসুফ উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে, একই গ্রামের জুয়েল রানা আব্দুল করিমের ছেলে ও নুর হোসেন আজিজনগর গ্রামের আজিজনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা এলাকার বিভিন্ন মামলার আসামি ও বিভিন্ন অপরাধকর্মে জড়িত।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানায়, ঘটনার দিন পুলিশ ঘটনাস্থল থেকে কাঁটাতারের বেড়া উদ্ধার করে। এই কাঁটাতারের বেড়ার অংশ নিয়ে তদন্তে নেমে মাত্র তিনদিনের মাথায় ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এসব কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন জেলা পুলিশ ও পুলিশ সুপার মহোদয়।
তাদের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কীনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, আমরা তদন্তের স্বার্থে সংখ্যাটা বলতে চাচ্ছি না। তবে আমরা জানার চেষ্টা করছি, তাদের সঙ্গে আর কে কে জড়িত ছিলেন। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার হোসেন সদর ইউনিয়নের কোম্পানিজোত গ্রামের আব্দুল সামাদের ছেলে। তিনি তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের মেসার্স আনোয়ার টেলিকম ও বিকাশ ব্যবসায়ী।
গত ১ জানুয়ারি রাতে তিনি বাড়ি ফেরার পথে তেঁতুলিয়া-পঞ্চগড় বাইপাস মহাসড়ক ক্রসিং করে ফেরদৌসের বাড়ির অদূরে গাছে বেঁধে রাখা একটি কাঁটাতারের ব্যারিকেটে পথরোধ হয়ে পড়লে ছিনতাইকারীরা তাকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
পরে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুদিন অচেতন অবস্থায় ছিলেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্তে নেমে ঘটনার তিনদিন পর তিন ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসকে দোয়েল/এমএএস