কোম্পানীগঞ্জে আ.লীগ নেতা বাদলকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
মিজানুর রহমান বাদল
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে সাদা পোশাকধারী গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন তার স্বজনরা।
বাদলের স্ত্রী সেলিনা আক্তার কাকলি ঢাকা পোস্টকে বলেন, দুপুরে মিজানুর রহমান বাদল জেলা শহর মাইজদী যান। বিকেলে একদল সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ জেলা প্রেস ক্লাবের সামনে থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে গেছে।
বিজ্ঞাপন
মিজানুর রহমান বাদলের সঙ্গে থাকা চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ঢাকা পোস্টকে জানান, মিজানুর রহমান বাদল এবং তিনি বিকেলে প্রেস ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ বাদলকে গাড়িতে তুলে নিয়ে যায়।
তবে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ আবু হুসাইন খান ঢাকা পোস্টকে জানান, এ নামে কোনো ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ আটক করেনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খিসার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
হাসিব আল আমিন/আরএআর