ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও ভুল্লী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে -২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্লাটফর্ম। 

রোববার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভুল্লী থানার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এমন আয়োজন করেছে সংগঠনটি। 

সংগঠনটির সভাপতি প্রান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভুল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল হক চোধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রওশানুল হক তুষার, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক এস এম শাওন চৌধুরী, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবুর রহমান ও সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিবসহ সকল সদস্য আরও অনেকে। 

সঙ্ঘবদ্ধ প্লাটফর্মের সভাপতি প্রান্ত সরকার বলেন, যারা জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী শিক্ষার্থী। তাদের মেধার স্বীকৃতি স্বরুপ আমরা সম্মাননা স্মারক প্রদান করেছি। সেই সঙ্গে তারা যাতে করে আরও অনুপ্রাণিত হয় সেজন্য আমাদের এ আয়োজন। আর যারা এখন পড়াশোনা করছে বা পরাক্ষার্থী রয়েছে তারা এতে করে অনুপ্রেরণা পেয়ে ভালো ফলাফল করার জন্য চেষ্টা করবে। আমাদের এমন আয়োজন অব্যহত থাকবে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সঙ্ঘবদ্ধ প্লাটফর্মের প্রধান উপদেষ্টা জুলফিকার আলী ভুট্টো বলেন, আমাদের ভুল্লী থানা নতুন হয়েছে। আগামীতে এ থানার যারা নেতৃত্ব দেবেন তারা সামনে বসে রয়েছে। তারা সকলে মেধার স্বাক্ষর রেখেছে। আর তাদের উৎসাহ দেওয়ার জন্য এমন আয়োজন প্রশংসনীয়। আমরা চাই এমন আয়োজন তাদের অব্যহত রাখুক। আর যারা কৃতিত্ব অর্জন করেছেন আগামীতে আরও মেধার স্বাক্ষর রেখে সফলতা পাবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা আজকের এ প্রোগ্রাম থেকে শিক্ষা নিতে পারেন। আজ যারা পেছনে আছেন ভালো ফলাফল করলে আপনারাও আগামীবার সংবর্ধিত হবেন। 

এম এ সামাদ/এমএএস