কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সেলিম (৩৫) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।শনিবার দিবাগত রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮ পশ্চিমে) ইস্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মোহাম্মদ সেলিম আশ্রয়শিবিরের বি-ব্লকের আবদুস সোবহানের ছেলে। তিনি বি-ব্লকের রোহিঙ্গা শরণার্থীদের পরিচালনার ব্যবস্থাপনা কমিটির উপমাঝি (নেতা) ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। 

তিনি জানান, সেলিমকে ঘর থেকে ডেকে হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

সাইদুল ফরহাদ/এমএএস