পাবনার চাটমোহরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর সোয়া ১টার  দিকে উপজেলার বিলচলন ও মথুরাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মথুরাপুর ইউনিয়নের নুরুল করিমের স্ত্রী জুলেখা বেগম (৫২) ও বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের সাগর ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার (৬)। 

চাটমোহর থানা পুলিশের ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর জানান, দুপুর ১টার দিকে বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে শিশু সুমাইয়া নিজ বাড়িতে তার দাদার অটোভ্যানে চড়ে। এরপর চাবি দিয়ে অটোভ্যানের পাওয়ার সুইচে টিপ দিলে ভ্যানটি চালু হয়ে পাশের একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এ সময় শিশুটি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে পরিবারের লোকজন তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে মথুরাপুর ইউনিয়নের মিশন গেট সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন জুলেখা বেগম। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রাকিব হাসনাত/আরএআর