বগুড়ায় চুরির অভিযোগে মারধরে আহত কিশোরের মৃত্যু
বগুড়ার কাহালুতে চুরির অভিযোগে মারধরে আহত পারভেজ আলম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই ঘটনা ঘটে।
পারভেজ আলম বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তর-পূর্ব পাড়া গ্রামের বেলাল হোসেন রতনের ছেলে। পারভেজ তার পরিবারের সঙ্গে বারোমাইল এলাকায় থাকত এবং স্থানীয় একটি পেপার মিলে ট্রাকের হেলপার হিসেবে কাজ করত।
বিজ্ঞাপন
এ ঘটনায় সোমবার (৯ জানুয়ারি) বিকেলে পারভেজের মা পারভীন বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, রোববার বিকেল ৩টার দিকে শেকাহার বাসস্ট্যান্ড এলাকায় সাজ্জাদ হোসেনের চাতাল থেকে রড চুরি করার অভিযোগে পারভেজের বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্য জবিবর রহমান জবুর নেতৃত্বে বিচার বসানো হয়। বিচারের সময় তাকে মারধরসহ দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে পারভেজ বাড়িতে ফিরে গেলে রাত ১২টার দিকে তার বুকে ব্যথা অনুভব করে। এসময় দুপচাঁচিয়া স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তারা পারভেজকে সেখানে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এ ঘটনায় সোমবার বিকেলে পারভেজের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন- চাতাল মালিক সাজ্জাদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য জবিবর রহমান জবু এবং সাজ্জাদের ভাই বক্কর হোসেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
পারভেজের মা পারভীন বেগম বলেন, সামান্য ১০০ টাকার লোহার রড চুরির অভিযোগে আমার ছেলেকে তারা মারধর করে মেরে ফেলল।
এ বিষয়ে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য জবিবর রহমান জবুর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
আলমগীর হোসেন/এমজেইউ