অর্থ আত্মসাৎ : প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারাগারে
ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে হবিগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহানকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হবিগঞ্জ স্পেশাল জজ (জেলা জজ) মো. হাসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এই মামলার অন্য চার আসামি লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে পষিদের সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুন, সাবেক উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিআইও অফিসের সাবেক সহকারী হাবিবুর রহমান ও অফিস সহায়ক মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে দুদকের দেওয়া অভিযোগপত্রও আদালতে গৃহিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, মো. জাহান হবিগঞ্জের লাখাই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্ব পালনের সময় ভুয়া প্রকল্পের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় তিনি হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। জামিনের আবেদন শুনানি শেষে স্পেশাল জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পক্ষ থেকে মামলার অভিযোগপত্র আগেই আদালতে আগেই দেওয়া ছিল। আজ (বৃহস্পতিবার) তা গৃহিত হয়েছে।
বিজ্ঞাপন
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থবছরে রাস্তা পুনঃনির্মাণের জন্য ১ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দের প্রকল্পে সভাপতি দেখানো হয় বামৈ ইউপির মহিলা মেম্বার লুৎফা চৌধুরীকে। একইবছর কাবিখা প্রকল্পে রাস্তা নির্মাণে ২ লাখ ৫৪ হাজার টাকার প্রকল্প ও ২০১৬-১৭ অর্থবছরে ৩৮ হাজার ৭০০ টাকা ব্যয়ে রাস্তা উন্নয়নে (টিআর) অপর প্রকল্পে মেম্বার বিউটি আক্তারকে প্রকল্প সভাপতি দেখানো হয়।
কিন্তু প্রকল্পের সভাপতি হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ওইসব প্রকল্পে জড়িত ছিলেন না এবং এ সংক্রান্ত কোনো কাগজপত্রে স্বাক্ষর বা বিল গ্রহণ করেননি। সরেজমিনে তদন্ত করেও এসব প্রকল্পে কোনো কাজ হয়নি বলে প্রতীয়মান হয়েছে। মামলার ৫ আসামি যোগসাজশ করে প্রকল্পের মাস্টার রোল পূরণ, প্রকল্প কমিটির নাম নিজেরাই তৈরি ও স্বাক্ষর করে ৪ লাখ ৭৭ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
উল্লেখ্য, এ ঘটনায় দুদক মামলা দায়ের করার পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন নেন।
আজহারুল ইসলাম/জেডএস