বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটে আগুন

বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ১৩টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বাজারের কেএসপ্রু মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি ওষুধের দোকান, একটি লাইব্রেরি,তিনটি মুদি দোকান, কয়েকটি ইলেকট্রনিক মেশিনারীর দোকানসহ ১৩টি দোকান পুড়ে গেছে। 

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ১৩টি দোকান পুড়ে যাওয়ায় তথ্য পাওয়া গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আরএআর