হাওরের সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে
হাওরের সমস্যার স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আমিনুল হক ভুইয়া। নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ করতে হবে বলেও জানান তিনি।
শনিবার (২৮ জানুয়ারি) তাহিরপুর উপজেলা মাটিয়ান হাওরে দিনব্যাপী বিভিন্ন বাঁধের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বাঁধের গুণগত মান বজায় রাখার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেন। বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
বিজ্ঞাপন
বাঁধ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাউবোর প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
এর আগে তাহিরপুর উপজেলা হলরুমে কাবিটা নীতিমালার আলোকে সুষ্ঠুভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য তাহিরপুর উপজেলাধীন বাঁধের পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা করেন পাউবো কর্মকর্তারা।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, এ বছর জেলার ১২ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের জন্য ১১০২ প্রকল্পে ২০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
সোহানুর রহমান সোহান/এমএএস