ভোলায় গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করছেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে ভোলায় ভূমিহীনদের জন্য ৫২০টি গৃহ নির্মাণ করা হচ্ছে। বৃস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। এ সময় তিনি ঘর নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট প্রকাশ করেন।

জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এর আওতায় আমরা ভোলায় ৫২০টি পরিবারকে প্রাথমিকভাবে বাছাই করেছি। যাদের কোনো জমি নেই, ঘর নেই। যারা অসহায়- যেমন প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, বিধবা, নদী ভাঙন কবলিত, পঙ্গু। এ ধরনের মানুষকে আমরা ২ শতাংশ জায়গার ওপর ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করে দিব। 

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে তালিকা তৈরি করেছি। আগামী ১০ জানুয়ারি ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর গৃহহীনদের হাতে ঘর তুলে দেয়া হবে। ইতোমধ্যে ৫২০টি ঘরের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, ভোলা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন।

এসপি