কক্সবাজার আদালত প্রাঙ্গণে শিপ্রা দেবনাথ

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে করা মাদক মামলায় র‌্যাবের তদন্ত কর্মকর্তার দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামু) মো. দেলোয়ার হোসেনের আদালতে মামলার বাদী রামু থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ নারাজি 

এ সময় শিপ্রাও আদালতে উপস্থিত ছিলেন। পরে উভয়পক্ষের বক্তব্য শুনে আদালতের বিচারক যে কোনো দিন এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান। একই সঙ্গে শিপ্রার অস্থায়ী জামিন স্থায়ী করা হয়েছে।

শিপ্রার আইনজীবী অনুপ বড়ুয়া তপু ঢাকা পোস্টকে বলেন, আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করার পর তার বিরুদ্ধে নারাজি দেন পুলিশের করা মামলার বাদী এসআই শফিকুল ইসলাম। পরবর্তীতে উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত যে কোনো দিন আদেশ দেবেন বলে জানিয়েছেন। 

আদালত প্রাঙ্গণে শিপ্রা দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, সন্তুষ্টির কিছু নেয়। সিনহা ফিরে আসবে না আর। যে বাস্তব সেটা তদন্ত বেরিয়ে এসেছে। আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা প্রমাণিত হচ্ছে।

এর আগে গত ২১ ডিসেম্বর পুলিশের দায়ের করা মাদক মামলায় শ্রিপার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সত্যতা মেলেনি বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন র‌্যাবের তদন্ত কর্মকর্তা এডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার।

চলতি বছরের ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর সিনহার গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযোগে টেকনাফ থানায় দুটি মামলা করে পুলিশ। যাতে সিনহা এবং তার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে আসামি করা হয়। আর নীলিমা রিসোর্ট থেকে শিপ্রাকে গ্রেফতার করার সময় মাদক পাওয়া যায় বলে অভিযোগ করে তার বিরুদ্ধে রামু থানায় মামলা করে পুলিশ। এরপর ৯ আগস্ট সিফাত ও ১০ আগস্ট শিপ্রা জামিনে মুক্তি পান।

আরএআর