নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের একটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ রোববার (৫ ফেব্রুয়ারি) জানান, জরুরী বিভাগের দ্বিতীয় তলায় আইসিইউ সুবিধা সম্পন্ন সাবেক করোনা ইউনিটের অন্তত ২০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, শীত মৌসুমে খেজুরের কাঁচা রস খাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত সপ্তাহে আমাদের হাসপাতালে একটি ইউনিট প্রস্তুত রাখতে বলা হয়েছে।
 
তিনি বলেন, করোনাকালে আমরা হাসপাতালের জরুরী বিভাগের দ্বিতীয় এবং তৃতীয় তলায় ৫০ শয্যার একটি ইউনিট গড়ে তুলেছিলাম। বর্তমানে ওই ইউনিটের তৃতীয় তলায় মাত্র একজন রোগী রয়েছে। তবে দ্বিতীয় তলার ২০টি শয্যা পুরো ফাঁকা পড়ে আছে। সে কারণে আমরা আপাতত দ্বিতীয় তলার ওই ২০ শয্যাকে নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানের জন্য প্রস্তুত রেখেছি। এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আইসিইউ সুবিধা প্রয়োজন হয়। যে কারণে পৃথক ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

আলমগীর হোসেন/আরকে