দিনে দুপুরে ২৪ লাখ টাকা ছিনতাই
গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আটক রিপন হাওলাদার
সাভারের আশুলিয়ায় ডিবি পরিচয়ে দিনে দুপুরে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় রিপন হাওলাদার (৪৫) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আটক রিপন হাওলদারের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা প্রাইভেটকারে করে ডিবি পরিচয়ে নিয়মিত ছিনতাই করে আসছিল বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, পরিক্ষিত নামে একজন স্বর্ণ ব্যবসায়ী বাড়ইপাড়া দিয়ে ঢাকার তাঁতি বাজারে মালামাল কেনার জন্য যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার থেকে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে ডিবি পরিচয় দেয়। পরে তাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এ সময় পরিক্ষিত গাড়িতে ওঠতে না চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী বলেন, খবর পেয়ে ছিনতাইকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। বিস্তারিত পরে জানানো হবে।
বিজ্ঞাপন
এসপি