প্রতীকী ছবি

সিলেটের মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত শিশুরা হলো জালালপুর ইউনিয়নের টাকিরমোড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪) ও আব্দুস শহীদের ছেলে আলী হোসেন (৫)। 

পরিবারের বরাত দিয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, বেলা ১১টার দিকে তাজ উদ্দিন ও আলী হোসেন নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে স্বজনেরা জানতে পারেন বাড়ির পাশের পুকুরে তাজ উদ্দিনের মরদেহ ভাসছে। কিছুক্ষণ পর আলী হোসেনের মরদেহ ভেসে ওঠে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় তাদের দাফন করা হয়েছে বলেও জানান ওসি মো. শামসুদ্দোহা।

তুহিন আহমদ/এএম