রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ কক্ষ থেকে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় নিজ কক্ষে কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মাসুদুর রহমান স্বপনের (৫৫) মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাসুদুর রহমান জামালপুর ইউনিয়নের বিলমাগুরা গ্রামের আব্দুল ওহাব মোল্যার ছেলে। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তাকে দেখতে ভিড় জমান।

জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বলেন, স্বাস্থ্যকেন্দ্রের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো ছিল চিকিৎসকের। হত্যা না আত্মহত্যা বিষয়টি জানি না।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় মামলা হয়েছে।

মীর সামসুজ্জামান/এএম