অপহরণের মিথ্যা মামলা, বাদীকে হাজতে পাঠালেন আদালত
পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি অপহরণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ওই মামলার বাদীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ আদেশ দেন। জসীম উদ্দিন নামে এক ব্যক্তি এই মামলার বাদী ছিলেন।
বিজ্ঞাপন
জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে মামলার বাদী জসিম উদ্দিন তার বাবা মান্নান প্যাদাকে অপহরণের অভিযোগে সাতজনকে আসামি করে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি ও তদন্তের পরে জানতে পারেন মান্নান প্যাদা আসলে আত্মগোপনে ছিলেন। তাই মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
তবে বাদীপক্ষের আইনজীবী মো. সুলতান মল্লিকের দাবি অপহরণের ঘটনা সত্য। জসীমউদ্দীনের বাবাকে এখনও উদ্ধার করা যায়নি। কোর্ট কীভাবে তাকে জেল-হাজতে পাঠালো সেটা আমি বুঝতে পারছি না। বাদীপক্ষের পরিবারের সাথে কথা বলে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
বিজ্ঞাপন
মাহমুদ হাসান রায়হান/এনএফ