বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বন্ধ করাই বিএনপির উদ্দেশ্য
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি কি নির্বাচনের জন্য আন্দোলন করছে, আপনারা কি তাই ভেবেছেন? বিএনপি এখন আম্মা গ্রুপ ও ভাইয়া গ্রুপে বিভক্ত। ভাইয়া গ্রুপ জানে নির্বাচনে গেলে তারা সংসদে একশ একান্ন আসন পাবে না। আর তা না হলে তিনি দেশে আসতে পারবেন না। তাই তারা চাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বন্ধ করতে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমাড়িতে প্রয়াত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
শামীম ওসমান বলেন, তারেক রহমান আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা দেখছেন বর্তমানে বাংলাদেশে ব্যাপক জঙ্গি ধরা পড়ছে। শত শত কোটি টাকা না বরং হাজার কোটি টাকা দেশে ঢুকেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এমন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যেন নির্বাচন ব্যবস্থাটা আটকে যায়। তাদের তৃতীয় একটা পক্ষ আছে, যারা সব সময় ওঁৎ পেতে বসে থাকে।
তিনি বলেন, এর আগে ২০০১ সালের ১৬ জুন আমার ওপর আরডিএক্স বোমা হামলা করা হলো। এবার হয়তো এর চেয়েও ভয়াবহ কিছু হবে। তবে সরকারের কাছে এসব খবর আছে। আমাদের গোয়েন্দা সংস্থা, র্যাব ও সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করছে। বিশেষ করে গোয়েন্দা সংস্থার তৎপরতার কারণে তারা বারবার চেষ্টা করেও সফল হতে পারছে না। কারণ আমাদের গোয়োন্দা সংস্থা প্রযুক্তিগতভাবে খুবই স্মার্ট। এ কারণে অপশক্তিরা কিছু করতে পারছে না। তাদের উদ্দেশ্য শেখ হাসিনাকে মেরে ফেলা।
বিজ্ঞাপন
জঙ্গিবাদের বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকার তাগিদ দিয়ে শামীম ওসমান বলেন, এখন অনেকেই বলে এই করবো সেই করবো, আমি বলি পঁচাত্তরের পরে আপনারা কোথায় ছিলেন? সে কথা বাদ দিলাম। সর্বশেষ একুশে আগস্ট যখন হামলা করা হল, তখন আপনারা কোথায় ছিলেন? সামনে অনেক কঠিন সময় আসছে, নারায়ণগঞ্জের ভূমিকা সেভাবেই রাখতে হবে। আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। আপনারা মনে করেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, না বর্তমানে নারায়ণগঞ্জ জঙ্গি এবং জামায়াতের ঘাঁটি। চতুর্দিক দিয়ে ঘিরে আছে ওরা। তবে স্বস্তির ঢেকুর অনেকেই ফেলে। যারা বড় বড় কথা বলেন, তারা মাঠে নামেন না কেন?
এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, শাহাদাৎ হোসেন শাজনু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা ছত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত আলম সানিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবির শিকদার/আরএআর