কুমিল্লায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা
বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব উপলক্ষে কুমিল্লায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর স্টেশন ক্লাব মাঠে কেক কেটে মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। মেলার স্লোগান করা হয়েছে ‘গার্লস স্মাইল, পাওয়ার্ড বাই মেহেরিয়ান’।
বিজ্ঞাপন
কুমিল্লার নূর জুয়েলার্সের ব্যবস্থাপনায় মেলাটির আয়োজন করে গার্লস স্মাইল। গার্লস স্মাইলের মালিক ও প্রতিষ্ঠাতা মৌসুমি আক্তারের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত মেলা চলবে।
মেলায় নারীদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে ৫৮টি স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে বিভিন্ন প্রসাধনী, পোশাকসহ ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র দিয়ে সজ্জিত করা হয়েছে। মেলায় ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
মেলায় আগত মোর্শেদা বেগম নামের এক ক্রেতা ঢাকা পোস্টকে বলেন, মেলার আয়োজনে আমরা খুব আনন্দিত। মেয়েকে নিয়ে এসেছি, তাকে চুড়ি কিনে দিয়েছি। চুড়ি পেয়ে সে খুব খুশি। বসন্তের প্রথম দিনে এমন একটি মেলার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
জাহিদুল ইসলাম নামের এক দর্শনার্থী বলেন, আমার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে মেলায় এসেছি। বিশেষ একটি দিনে এমন পরিবেশে আসতে পেরে ভালো লাগছে। আয়োজকদের ধন্যবাদ।
রেহনুমা নামের এক নারী উদ্যোক্তা ঢাকা পোস্টকে বলেন, গতবারের তুলনায় এবার আরও ভালো মনে হচ্ছে। মেলার প্রথম দিনেই যে সাড়া পেয়েছি তাতে বুঝা যাচ্ছে ভালো কিছু হবে এবার।
জাহান’স ওয়ার্ল্ডের কর্ণধার নূসরাত জাহান ঢাকা পোস্টকে বলেন, আমি মূলত গার্লস আইটেম নিয়ে অনলাইনে কাজ করি। মেলায় স্টল নিয়ে পণ্যগুলোর প্রদর্শনের সুযোগ পাচ্ছি। মেলার কারণে ক্রেতারা স্টলে এসে স্বচক্ষে সেগুলো বাছাইয়ের সুযোগ পাবে।
তানিয়া নামের আরেক নারী উদ্যোক্তা ঢাকা পোস্টকে বলেন, আমি স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি কসমেটিকস আইটেম নিয়ে উদ্যোক্তা হিসেব কাজ করছি। যা আয় হয়, তাতে নিজের খরচ চালাতে পারি। হাত খরচের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকতে হয় না।
মেলার উদ্যোক্তা এবং গার্লস স্মাইলের মালিক ও প্রতিষ্ঠাতা মৌসুমি আক্তার ঢাকা পোস্টকে বলেন, প্রতিবছর বসন্তের প্রথম দিনে আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে মেলাটির আয়োজন করে থাকি। প্রতিবছরই উদ্যোক্তা এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পাই। গতবারের তুলনায় এবার স্টল বেশি করা হয়েছে। মেলার প্রথম দিনে ক্রেতাদের যে উপস্থিতি দেখা যাচ্ছে, ভালো কিছু হবে আশা করছি।
জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা ঢাকা পোস্টকে বলেন, নারীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এখন শুধু পড়াশোনা বা চাকরির পর অবসরে ঘরে বসে থাকা নয়। সবকিছুর পাশাপাশি নারীরা নিজেদের মেলে ধরার জন্য অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তারা আয় করে নিজেরাই স্বাবলম্বী হচ্ছে। এটার প্রসার বছর বছর বৃদ্ধি পাচ্ছে। নারী উদ্যোক্তা মেলাটিকে আমি পজিটিভলি নিচ্ছি। করোনায় নারী উদ্যোক্তাদের যেসব ক্ষতি হয়েছে সেটাকে রিকভার করার জন্য এসব মেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরিফ আজগর/এমজেইউ