সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় অমিত অধিকারী (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ডক্টরস ল্যাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার অসীম অধিকারীর ছেলে।

নিহতের আত্মীয় অজিত অধিকারী জানান, অমিত অধিকারী একটি মোটরসাইকেলে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে নারকেলতলার দিকে আসছিল। পথে বেলা সাড়ে এগারোটার দিকে সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান অমিত অধিকারী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

সোহাগ হোসেন/জেডএস