রায়পুরায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা
লায়লা কানিজ লাকি ও মাহফুজা আক্তার
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে লায়লা কানিজ লাকি ও মির্জাচর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মাহফুজা আক্তারকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়।
উপজেলা পরিষদ উপনির্বাচনে মনোনয়ন পাওয়া লায়লা কানিজ লাকি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন পরিষদে মনোনয়ন পাওয়া মাহফুজা আক্তার সন্ত্রাসীদের গুলিতে নিহত মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের স্ত্রী।
বিজ্ঞাপন
মনোনয়ন পাওয়ার পর দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভোটারদের দোয়া ও সমর্থন চেয়েছেন দুই প্রার্থী।
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিক এবং ১৩ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক। পরে দুটি শূন্য পদে গত ২৩ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা। মির্জাচর ইউনিয়ন পরিষদে আগামী ১৩ মার্চ এবং উপজেলা পরিষদে ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এমজেইউ