স্মার্ট বাংলাদেশ গঠনে ঢাকা পোস্ট ভূমিকা রাখবে
ঢাকা পোস্ট অনলাইন গণমাধ্যমের দিকপাল হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ৩য় বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, সবার আগে সর্বশেষ সংবাদ আমরা ঢাকা পোস্টের মাধ্যমে পেয়ে থাকি। উদ্যমী তরুণ কর্মীরা দ্রুত খবর তুলে আনছে। যা আমাকে অবাক করে। আগে খবরের জন্য পরের দিন অপেক্ষা করতে হতো কিন্তু ঢাকা পোস্ট ঘটনার সঙ্গে সঙ্গেই আমাদের খবর জানাচ্ছে।
বিজ্ঞাপন
উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে ঢাকা পোস্ট ভূমিকা রাখবে। তাদের সংবাদের ধরনে স্মার্ট কাজ রয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক সংবাদগুলো আমি পড়েছি। আমি গণমাধ্যমটির সাফল্য কামনা করছি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, প্রযুক্তির উন্নতির ফলে মানুষের অনলাইন গণমাধ্যমের দিকে নজর বেশি। ফলে মাত্র ২ বছরে ঢাকা পোস্ট আস্থা অর্জন করেছে। দিন দিন পাঠক সংখ্যা বাড়ছে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ঢাকা পোস্ট তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছে। অসহায় মানুষের কল্যাণের খবরসহ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরছে ঢাকা পোস্ট।
ঢাকা পোস্টের নোয়াখালী জেলা প্রতিনিধি হাসিব আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঁঞা, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মজনুর রহমান সবুজ, বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকার, উপাচার্যের একান্ত সচিব আবু জুবায়ের, খালেদ মেহেদী হাসানসহ জেলা কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমএ