চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের টাউন ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন দোয়া পরিচালনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক নাসিম মাহমুদ ও জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। দেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে সার্বিক উন্নয়নে অবদান রাখছে গণমাধ্যমটি। উদ্বোধনের পর থেকে গত দুই বছরেই পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ঢাকা পোস্ট। ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে দেশের শীর্ষ এই অনলাইন গণমাধ্যম। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, করোনাসহ উন্নয়ন ও অনিয়ম-দুর্নীতির নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে ঢাকা পোস্ট। এরই ধারাবাহিকতায় আজকে দেশব্যাপী এই জনপ্রিয়তা অর্জন সম্ভব হয়েছে।

বক্তারা আরও বলেন, আগামী দিনে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে জেলার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরবে ঢাকা পোস্ট৷ এছাড়াও অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের শক্তিতে বিশ্বাসী ঢাকা পোস্ট দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও সমাজের বিভিন্ন দুর্নীতি, দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে এসব বিষয় তুলে আনবে ঢাকা পোস্ট। মূলধারার খবর পরিবেশনের পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্ব দেন অতিথিবৃন্দ।

দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সহ-সাধারণ সম্পাদক নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল সুকরানা, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের আনোয়ার হোসেন, সময় টিভির মোস্তাফিজ রকি, জিটিভির আশরাফুল ইসলাম, আজকের পত্রিকার তারেক রহমান, ডিবিসির জহুরুল ইসলাম, বৈশাখী টিভির আব্দুল ওয়াহাব, গ্লোবাল টিভির ফারুক হোসেন, মাইটিভির তারেক আজিজ, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক বদিউজ্জামাল রাজাবাবু, বাংলাভিশনের শাখাওয়াত জামিল দোলন, জাগো নিউজের সোহান শাহরিয়ারসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়া ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

মো. জাহাঙ্গীর আলম/এমজেইউ