ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেছেন, দেশে অনেক নিউজ পোর্টাল কিংবা পত্রিকা রয়েছে। যারা ৮-১০ বছরেও গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না। মানুষ তাদের চেনেই না। কিন্তু ঢাকা পোস্ট মাত্র দুই বছরেই সুনাম অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আজ খুবই আনন্দিত। তবে ঢাকা পোস্ট যে দুই বছর পার করেছে এটির জন্য নয়, ঢাকা পোস্ট যে একটি নিউজ পোর্টাল হিসেবে দুই বছরে একটি আস্থার গণমাধ্যম হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছে এটার জন্যই আমি আনন্দিত। ঢাকা পোস্ট মানুষের জন্য কাজ করে ও পজেটিভ সাংবাদিকতার মাধ্যমে দেশের মূল ধারার সংবাদমাধ্যমের মধ্যে শক্ত অবস্থান করে নিয়েছে। আশা করি তারা এই কাজের ধারাবাহিতা অব্যাহত রাখবে।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি মোশাররফ হোসেন, জাসদের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, ঘাগড়া বাড়েরা কলেজের অধ্যক্ষ ও সমাজকর্মী কাব্য সুমী সরকার, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ।

জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে কোতোয়ালি মডেল থানা পুলিশের (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পাঠকের বিশ্বাসযোগ্যতা, আস্থার ঠিকানা হয়ে ওঠাই একটি সংবাদ মাধ্যমের বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে দুই বছরেই সফল একটি গণমাধ্যমের নাম ঢাকা পোস্ট। তারা আগামীতেও এভাবে বস্তুনিষ্ঠতা, নিজস্বতা ও সফলতা ধরে রাখবে এটাই আমার প্রত্যাশা। 

অনুষ্ঠানে এছাড়াও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাশার, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসিন খান, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এখন টিভির বিশেষ প্রতিনিধি হারুনুর রশিদ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো চিফ সুলতান মাহমুদ কনিক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ব্যুরো চিফ সৈয়দ নোমান, ডিবিসির প্রতিনিধি রাকিবুল হাসান রুবেল, আরটিভির প্রতিনিধি বিপ্লব বসাক, দেশ টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি ইলিয়াস আহমেদ, দীপ্ত টিভি ও রাইজিং বিডির প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন, বিটিভির প্রতিনিধি জাহানুল করিম শিমুল, এখন টিভির নিজস্ব প্রতিবেদক ইমতিয়াজ আহমেদ, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিনিধি আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, আনন্দ টিভির প্রতিনিধি হামিমুর রহমান, স্বদেশ প্রতিদিনের ব্যুরো চিফ নাফিউল্লাহ সৈকত, একাত্তর টিভির চিত্রগ্রাহক নুরুজ্জামান, চ্যানেল ২৪-এর চিত্রগ্রাহক নাজমুস সাকিব, এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট জাহাঙ্গীর আকন্দ, চ্যানেল আইয়ের চিত্রগ্রাহক নাজিম উদ্দিন সাঈদ, কালের আলোর নিজস্ব প্রতিবেদক অনিক খান, আজকের খবরের নিজস্ব প্রতিবেদক মোনালিসা, আজকের বাংলাদেশের বাবলি আকন্দ, সাংবাদিক রঞ্জন মজুমদার শিবু, নজরুল ইসলাম জুয়েল, কামাল হোসেন, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি আবিদুর রহমান রনিসহ অন্যান্য সদস্য, ঢাকা পোস্টের বাকৃবি প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টার দিকে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে ময়মনসিংহ প্রেসক্লাবে হাজির হন। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উবায়দুল হক/আরকে