পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে ঢাকা পোস্ট
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত পাঠকদের সার্বক্ষণিক বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ জানাতে ঢাকা পোস্টের আত্মপ্রকাশ ঘটেছিল। অল্পদিনেই জনপ্রিয় অনলাইন পত্রিকা হিসেবে নিজেকে পাঠকের কাছে পরিচিতি ঘটাতে পেরেছে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের সেই আস্থা অর্জন করতে পেরেছে ঢাকা পোস্ট। সামনের দিনগুলোতে বেশি বেশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থার জায়গাটা আরও দৃঢ় করবে তারা। অন্য গণমাধ্যম কর্মীদের থেকে ঢাকা পোস্টের সাংবাদিকরা অনেক বেশি পরিশ্রমী এবং নিষ্ঠাবান। ফলে তাদের প্রতি মানুষের আস্থাও বেড়েছে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আমন্ত্রিত অতিথিরা।
‘সত্যের সাথে সন্ধি’— স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেক টাকার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভারও আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিশেষে জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনার সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, বিএনপি নেতা আলমঙ্গীর হোসেন (মেম্বর), যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুলন।
এছাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যমুনা টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী, ডিবিসি নিউজের মো. শাহরিয়ার রহমান রকি, দৈনিক গণমুক্তির গিয়াস উদ্দীন সেতু, সাংবাদিক সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তি ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাশেষে জেলা প্রেসক্লাব অডিটরিয়ামে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা পোস্টের ঝিনাইদহ জেলা প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন/এমএআর/