মাত্র দুই বছরে ঢাকা পোস্টের সাফল্য অবিশ্বাস্য
‘দুই বছর আগে আজকের এই দিনে ঢাকা পোস্ট অনলাইন পোর্টালটি প্রতিষ্ঠা হয়েছিল। এত অল্প সময়ে পাঠকের আস্থা ও বিশ্বাসের গণমাধ্যম হওয়া এবং শীর্ষস্থানীয় জায়গায় চলে আসা সত্যিই দারুণ ব্যাপার। ঢাকা পোস্টের এই সাফল্য সত্যিই অবিশ্বাস্য।’
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের কলম সৈনিক মিডিয়া সেন্টারে ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ, সিরাজগঞ্জের পুলিশ সুপারের প্রতিনিধি ট্রাফিক পরিদর্শক মো. সালেকুজ্জামান খান সালেক, সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মো. গোলাম কিবরিয়া, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সম্পাদক আব্দুল মজিদ সরকার, প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলাম, কালবেলা ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি অশোক ব্যানার্জি, সাধারণ সম্পাদক এইচ.এম মোকাদ্দেস, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ সদর বিএম কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাসুদ মুক্তা প্রমুখ।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, আমরা ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করেছিলাম যে ঢাকা পোস্ট হবে সত্য সংবাদের শেষ ভরসা ও আস্থার স্থল। দেশ ও সমাজের উন্নয়ন ও অসঙ্গতি তুলে ধরতে নিউজ পোর্টালটি সাহসী ভূমিকা পালন করবে। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দ্রুত সময়ে মানুষের মনে জায়গা করে নেবে। মাত্র দুই বছরের মধ্যেই ঢাকা পোস্ট সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। মানুষের মনে জায়গা করে নিয়েছে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দোলন চাপার প্রধান সম্পাদক মো. ফজলে খোদা লিটনের সভাপতিত্বে এবং এনটিভি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ।
এ সময় অন্যান্যের মধ্যে যুগান্তরের জেলা প্রতিনিধি মো. জেহাদুল ইসলাম, সিটিজেন টাইমসের জেলা প্রতিনিধি টিএমএ হাসান, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আলমগীর কবির, মানবজমিনের জেলা প্রতিনিধি সুজন সরকার, কলম সৈনিকের সিনিয়র প্রতিবেদক মহির উদ্দিন, সোনালী বার্তার জেলা প্রতিনিধি বাবুল আক্তার, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, বাংলা ট্রিবিউন ও সারাবাংলার জেলা প্রতিনিধি রানা আহমেদ, রাইজিং বিডির জেলা প্রতিনিধি অদিত্য রাসেল, আমাদের বাংলার ব্যুরো চিফ এনামুল হক, আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম খান, বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি এসএম আব্দুল মান্নান, আমাদের নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক সোহাগ হাসান জয়, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহরিয়ার পারভেজ জিকো, বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন, ডেইলি বাংলাদেশের পারভীন আক্তার, সাংবাদিক মাসুদ রানা বাচ্চু, সাম্মী আহমেদ আজমীর, হোসেন আলী ছোট্ট, সাথী পারভীন, শাহনিল,তানভীর শাকিল, শাকিল হোসেন বাপ্পী, পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য শামীম রেজা ও শফিক মাহমুদ, সেভেন রিংস সিমেন্টের এরিয়া ম্যানেজার মো. আব্দুল মোমিন, মীর সিমেন্টের মার্কেটিং অফিসার ওয়াসিম হোসাইন, সমাজসেবক নুতন আহমেদ, দৈনিক যুগের কথার ব্যবস্থাপনা সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি সায়েম উদ্দিন, গণমানুষের আওয়াজের জেলা প্রতিনিধি সুমন কবির, দৈনিক সিরাজগঞ্জ বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আবির হাসান, সময়ের কাগজের জেলা প্রতিনিধি কাইয়ুম মাহমুদ, জনকণ্ঠের উল্লাপাড়া প্রতিনিধি লিখন আহমেদ, বেলকুচি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আশিকুর রহমান জুয়েল, পিপলস টাইমের নিজস্ব প্রতিবেদক আলী আশরাফ ও ঢাকা পোস্টের সিরাজগঞ্জ প্রতিনিধির সহধর্মিণী নিপা মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কলম সৈনিক মিডিয়া সেটার থেকে অতিথিদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শুভ কুমার ঘোষ/আরএআর