সিলেটে ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে সময়ের সাহসী নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে ঢাকা পোস্ট দেশের গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশের সংবাদ জগতে ঢাকা পোস্ট একটি আস্থার নাম।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা আরও বলেন, ঢাকা পোস্টের পরিশ্রমী সাংবাদিকদের দক্ষতার কারণে এ সফলতা পেয়েছে। তারা যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে সব সময় বদ্ধপরিকর। ঢাকা পোস্টের সমৃদ্ধি কামনা করে বক্তারা বলেন, ঢাকা পোস্ট আরও এগিয়ে যাবে। নির্ভুল ও বস্তনিষ্ট সংবাদ পরিবেশনে তাদের এই ধারা যুগযুগ অব্যাহত থাকবে।

ঢাকা পোস্টের সিলেট জেলা প্রতিনিধি মাসুদ আহমদ রনির সভাপতিত্বে ও শাবিপ্রবি প্রতিনিধি জুবায়েদুল হক রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরমান আহমদ শিপলু, সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক, বাংলানিউজ২৪.কমের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, ঢাকা টাইমসের ব্যুরো প্রধান ও সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাইস্লাম রাজেশ, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকার, নিউজ টুয়েন্টিফোরের সিলেট ব্যুরো প্রধান সৈয়দ রাসেল।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, আজকের সিলেটডটকমের প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদার, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান মিঠু দাশ জয়, আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, আজকের সিলেটের যুগ্ম বার্তা সম্পাদক মিজান মোহাম্মদ, ডেইলি বাংলাদেশের সিলেট ব্যুরো চিফ আহমেদ জামিল, ঢাকা রিপোর্ট২৪.কমের সিলেট ব্যুরো প্রধান আফরোজ খান, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অনীতা সিনহা, সিলেটের সময়ের সিনিয়র রিপোর্টার ফারহানা বেগম হেনা, সিলেটটভিউ২৪ডটকমের নিউজ ইনচার্জ রেজাউল ইসলাম ডালিম, নিউজ চেম্বারের সম্পাদক তাওহীদুল ইসলাম, বিডিনিউজ২৪এর সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র, আজকের সিলেটের স্টাফ রিপোর্টার শাহিদ হাতিমী, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার আলমগীর আলম, সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বিথী, সিলেট বাণীর স্টাফ রিপোর্টার আব্দুল হাসিব, ক্যাম্পাস টাইমসের সিলেট প্রতিনিধি ডি এইচ মান্না, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাশ, ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান ও বিজয় নিউজের পিংকু দাশ।

মাসুদ আহমদ রনি/এমএএস