বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ৮ ভারতীয় নাগরিক
বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বাংলাদেশে এসেছেন ৮ ভারতীয় নাগরিক। ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাইসাইকেল চালিয়ে এসে তারা শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পাবনা জেলায় অবস্থান করেছেন। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন তারা।
ভারতের পশ্চিমবঙ্গের হুগলী প্রদেশের চন্দননগর থেকে তারা এই যাত্রা শুরু করেন। গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) রানাঘাট দর্শনা হয়ে আলমডাঙ্গা দিয়ে কুষ্টিয়া প্রবেশ করেন তারা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ী দর্শন করে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট হয়ে নদীপথে তারা পাবনায় প্রবেশ করেন।
বিজ্ঞাপন
শুক্রবার পাবনার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান পরিদর্শন করে বিকেলে কাজিরহাট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এই ৮ ভারতীয় নাগরিক। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ফিরবেন নিজ দেশে। ইন্দবাংলা বাইসাইকেল র্যালি নামে এই সংগঠনটি চতুর্থ বারের মতো বাংলাদেশ ভ্রমণ করছে।
১০ দিনের এই বাইসাইকেল ভ্রমণ যাত্রাকালে বিভিন্ন জেলা শহরের দর্শনীয় স্থানগুলো পরিদর্শনসহ সাধারণ মানুষের সঙ্গে তারা সংযোগ স্থাপন করবেন।
বিজ্ঞাপন
ভ্রমণ দলে প্রধান হিসেবে রয়েছেন দলের একমাত্র নারী সদস্য মহুয়া ব্যানার্জী। তাকে সার্বিক সহযোগিতা করছেন তার স্বামী শিক্ষক শৈবাল ব্যানার্জী। এছাড়া যারা এসেছেন তাদের মধ্যে দুইজন ব্যবসায়ী ও ৬ জন শিক্ষক রয়েছেন। যে সকল সদস্য এবার এসেছেন তারা হলেন- শিক্ষক শ্রীকান্ত মন্ডল, শিক্ষক প্রণব মাইতি, শিক্ষক প্রসনজিৎ সরকার, শিক্ষক রমজান আলী, ব্যবসায়ী অঞ্জন দাস ও সত্যব্রত ভান্ডারী।
রাকিব হাসনাত/আরএআর