রসিকের নতুন প্যানেল মেয়র মঞ্জু-তৌহিদুল-জাহেদা
রংপুর সিটি করপোরেশনের (রসিক) নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান পরিষদের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জুকে প্যানেল মেয়র-১, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলামকে প্যানেল মেয়র-২ এবং সংরক্ষিত ওয়ার্ড-৬ এর কাউন্সিলর জাহেদা আনোয়ারীকে প্যানেল মেয়র-৩ মনোনীত করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন পরিষদের প্রথম মাসিক সভায় নবনির্বাচিত পরিষদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন, প্যানেল মেয়র নির্বাচন, স্থায়ী কমিটি গঠন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অর্থ বরাদ্দ ও ব্যবহার, লালবাগ হাট ইজারা, কেন্দ্রীয় বাস টার্মিনালের দোকানসমূহ টেন্ডার প্রক্রিয়ায় ইজারা ও অনুমোদন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, নতুন প্রকল্প গ্রহণ ও অনুমোদন, মেডিকেল মোড়ের ডাস্টবিন অপসারণ, ঢাকা কোচ স্ট্যান্ড থেকে কাউন্টার কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানাস্তর, ভবনের নকশা অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতেমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা নাঈম উল হক।
বিজ্ঞাপন
এছাড়া বক্তৃতা করেন কাউন্সিলর তৌহিদুল ইসলাম, মাহাবুবার রহমান মঞ্জু, মাহমুদুর রহমান টিটু, মিজানুর রহমান মিজু, হারাধন চন্দ্র রায়, মোখলেছুর রহমান, ফজলে এলাহী, লিটন পারভেজ, নূরুন্নবী ফুলু, শাহাজাদা আরমান, রেজওয়ান আল মেহেদী, শাহাদত হোসেন, জাহাঙ্গীর আলম তোতা, সামছুল হক, শাহাদৎ হোসেন, জাকারিয়া আলম, আমিনুর রহমান, আব্দুল গাফফার ও সংরক্ষিত কাউন্সিলর দিলারা বেগম, জাহেদা আনোয়ারী, হাসনা বানু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর রফিকুল ইসলাম, গোলাম সরওয়ার মির্জা, আসেক আলী, আবু হাসান চঞ্চল, আনোয়ারুল ইসলাম, আফছার আলী, নজরুল ইসলাম দেওয়ানী, শাহ কামরুজ্জামান, ওয়াজেদুল আরেফিন, মকবুল হোসেন, ফজলে এলাহী, মমদেল হোসেন সরকার, মাসুদ রানা, রফিকুল আলম, হারুন অর রশিদ, সিরাজুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর সুলতানা পারভীন, মোছলেমা বেগম, শামীমা আক্তার, মোসলেমা বেগম, মনোয়ারা সুলতানা মলি, সাজমিন রহমান শিউলি ও ঝরনা খাতুন।
এদিকে সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণসহ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সভার আলোচ্য বিষয় অনুযায়ী রংপুর সিটি করপোরেশনের যেসব জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।
ফরহাদুজ্জামান ফারুক/আরকে