গাড়ির ধাক্কায় প্রাণ গেল তৌহিদের
বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী তৌহিদ হাসান (৪৫) নিহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তৌহিদ বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ি জয়পুর পাড়ার মৃত হবিবর রহমানের ছেলে। তিনি শাজাহানপুরে পিসিএল নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
বিজ্ঞাপন
পুলিশের এ কর্মকর্তা জানান, তৌহিদ কাজ শেষে রাতে বাইসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। এ সময় শাজাহানপুর মিয়াপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে ওঠার পরেই অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তৌহিদ নিহত হন। তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলমগীর হোসেন/আরকে
বিজ্ঞাপন