নির্বাচনের ১৫ মাস পর বিজয়ী হলেন পরাজিত প্রার্থী
মুকুল হোসেন
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১৫ মাস পর নির্বাচন ট্রাইব্যুনালে ভোট গণনায় বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী মুকুল হোসেন।
বুধবার (১ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনাল সদর আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধান উপস্থিত থেকে পুনরায় ভোট গণনা করলে এই ফলাফল পাওয়া যায়।
বিজ্ঞাপন
ভোট গণনায় মুকুল হোসেন ফুটবল প্রতীকে ৪৩ ভোটে বিজয়ী হন। গণনায় দেখা যায়, ফুটবল প্রতীকের প্রার্থী মোট ৯২০ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রার্থী সাইফুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ৮৭৭ ভোট।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল।
বিজ্ঞাপন
পুনরায় ভোট গণনায় বিজয়ী প্রার্থী মুকুল হোসেন জানান, নির্বাচনের ভোট গণনার সময় সাইফুল ইসলাম তার লোকদের দিয়ে আমাকে ও আমার সমর্থনকারী নূর মোহাম্মদ, শহিদুল, কামরুলসহ ২৫ জনকে মারধর করে আহত করেন। এসময় ভোট গণনায় বাধা দিয়ে তিনি তার জয় নিশ্চিত করেন। অথচ সঠিকভাবে ভোট গণনা হলে সে সময় আমি বিজয়ী হতাম।
২০২১ সালের ২৮ নভেম্বর নির্বাচনে ভোট গণনায় ফুটবল প্রতীকে মুকুল হেসেন ৯৬১ ভোট পান। তার বিপরীতে মোরগ প্রতীকে সাইফুল ইসলাম ৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হন বলে ঘোষণা দেওয়া হয়।
২০২২ সালের ১১ জানুয়ারি নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে ফুটবল প্রতীকের মুকুল হোসেন বাদী হয়ে পুনরায় ভোট গণনার জন্য মামলা করেন। পরে দীর্ঘ ১৫ মাস পর দুই প্রার্থীর উপস্থিতে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধান পুনরায় ভোট গণনা করেন। এতে ফুটবল প্রতীকের মুকুল হোসেন মোট ৯২০ ভোট পেয়ে বিজয়ী হন।
বিজয়ী মুকুল হোসেন বলেন, দীর্ঘ ১৫ মাস পরে আজ আমি বিচার পেলাম। গণনায় ৪৩ ভোটে আমি বিজয়ী হয়েছি।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘ ১৫ মাস আইনি লড়াই শেষে আজ (বুধবার) আদালত দুই প্রার্থী, পিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও দুইপক্ষের আইনজীবীর সামনে ভোট গণনা করে দেখেন মুকুল হোসন ভোটে বিজয়ী হয়েছেন।
তিনি আরও বলেন, আদালত সবার সামনে ভোট গণনা শেষ করলেও রায় দেননি। হয়তো দুই একদিনের মধ্যে রায় ঘোষণা করবেন। পরবর্তী সময়ে রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এই রায়ে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আদালত শুনানি করেছে বলে শুনেছি। তবে এখনো রায় হয়নি। আমি রায়ের কপি হাতে পেলে বিস্তারিত বলতে পারব।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ভোটে মোরগ প্রতীকের সাইফুল ইসলাম তার লোকবল দিয়ে ভোটকেন্দ্র দখল করেন বলে অভিযোগ করেন ফুটবল প্রতীকের প্রার্থী মুকুল হেসেন। এ সময় সাইফুলকে বিজয়ী ঘোষণা করা হয়।
শুভ কুমার ঘোষ/আরকে