মাদারীপুরের কালকিনিতে নকল স্বর্ণ বিক্রির সময় মো. মোশারফ শেখ (৪২) নামে এক প্রতারককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। আটক মোশারফ জেলার শিবচর উপজেলার রাজাচর গ্রামের সামসুল হকের ছেলে। 

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে কালকিনি বাজার মার্কেটে পিতলের তৈরি এক জোরা কানের দুলসহ তাকে আটক করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, প্রতারক মো. মোশারফ শিবচর বাজারহাট থেকে এসে পৌর এলাকার কালকিনি পুরান বাজার মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী মানিকের দোকানে পিতল দিয়ে বানানো ওপরে স্বর্ণের প্রলেপ দেওয়া এক জোড়া কানের দুল বিক্রি করতে আসে। এ সময় স্বর্ণ দোকানদার ওই কানের দুল পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান মোশারফ প্রতারণার আশ্রয় নিয়ে নকল স্বর্ণ বিক্রি করতে এসেছেন। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি জানানো হলে তাকে আটক করে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক মো. মিলন বলেন, মোশারফ নকল স্বর্ণ বিক্রি করতে এলে জনতা তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে প্রতারণা মামলা হবে।

রাকিব হাসান/এমএ