গুপ্তধন উদ্ধারের নামে ডেকে নিয়ে নারীকে গণধর্ষণ
অভিযুক্ত দুইজন গ্রেফতার
দিনাজপুরে গুপ্তধন উদ্ধারের নামে ডেকে নিয়ে স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণের অভিযোগ উঠছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে হিলির বড় ডাঙাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বালিয়াতপুর গ্রামের মমতাজ আলীর ছেলে আব্দুল মোতালেব ওরফে গুরু (৪০) ও একই গ্রামের আয়জার রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩২)।
বিজ্ঞাপন
হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ মার্চ গুপ্তধন উদ্ধারের নামে ঘোড়াঘাট থেকে মোতালেব ও ইসমাইল হিলির বড় ডাঙাপাড়া গ্রামের একটি বাড়িতে অবস্থান করেন। সেই গুপ্তধন উদ্ধার কাজে এক নারী প্রয়োজন বলে তারা ৫ হাজার টাকার বিনিময়ে ওই নারীকে ঠিক করেন। পরে সেখানে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। এ ঘটনার পর সোমবার (১৫ মার্চ) কৌশলে ওই নারী তাদের আটকে রাখেন।
এ ঘটনায় মোতালেব ও ইসমাইলের পরিবার ৯৯৯ নম্বরে কল দেয়। বিষয়টি জানতে পেরে হিলির পার্শ্ববর্তী বিরামপুর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে বড় ডাঙ্গাপাড়া তাদের উদ্ধার করে নিয়ে যায়। পরে তদন্ত শেষে দুপুরেই বিরামপুর থানা পুলিশ তাদের হাকিমপুর থানায় তাদের সোপর্দ করে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গ্রেফতাররা গুপ্তধন উদ্ধারের নামে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় তরুণীদের ধর্ষণ করে আসছেন।
দিনাজপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মিথুন সরকার ঢাকা পোস্টকে বলেন, গ্রেফতার দুইজন শুধু ধর্ষক নয় প্রতারকও। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মাহাবুর রহমান/আরএআর