নাতির হাতুড়িপেটায় প্রাণ গেল দাদির
ঝিনাইদহে নাতির হাতুড়িপেটায় দাদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে হরিণাকুন্ড উপজলার বলরামপুর গ্রামের মাঠপাড়া এলাকায় নাতি মান্নানের (৩৫) হাতুড়ির আঘাতে দাদি রুশিয়া বেগমের (৮৫) মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, চুয়াডাঙ্গার শীমনগর গ্রামের গনী বাবার মাজারে মুরিদ হওয়ার পর থেকে নাতি মান্নানের কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন, আবার ঠিকও হয়ে যান। এক বছর যাবত তার মানসিক সমস্যার জন্য চিকিৎসা চলছে। প্রায়ই তিনি প্রতিবেশী ও পরিবারের লোকের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। গত রাতে তার আক্রমণ থেকে বাঁচার জন্য পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বৃদ্ধা দাদি পালাতে পারেননি। নাতি মান্নান হাতুড়ি দিয়ে রুশিয়া বেগমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহী হওয়ার কারণে মান্নান এ ঘটনা ঘটিয়েছেন- এমনটি এখনই বলা যাচ্ছে না। তাকে আটক করা হয়েছে। তিনি বলরামপুর গ্রামের মনিরুদ্দীনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন/আরএআর
বিজ্ঞাপন