দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে/ ছবি- ঢাকা পোস্ট

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় বরিশালের এক ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-  বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওবায়দুল শিকদারের ছেলে ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তৌফিক শিকদার (৪০) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক তুহিন মৃধা (৩৫)।

গুরুতর আহত আনোয়ারুল হক সাগরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেটকারযোগে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক দিয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন তৌফিক শিকদার, তুহিন মৃধা ও আনোয়ারুল হক সাগর। তাদের গাড়ি আমতলীর মহিষকাটা বাসস্ট্যান্ডের কাছাকাছি স্থানে একটি টমটমকে অতিক্রম করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেটকার থেকে তিনজনকে উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তৌফিক শিকদার ও তুহিন মৃধাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত আনোয়ারুল হক সাগরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে গেছেন চালক। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, নিহত দুজনের মরদেহ আমতলী উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

সাইফুল ইসলাম মিরাজ/এএম/এইচকে