পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি, আটক ২
গ্রেফতার-সাইফুল ইসলাম ও আলমগীর কবির
সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শহরের মেহেদীবাগ এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবির।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সোমবার রাতে সাইফুল ইসলাম ও আলমগীর কবির সদর উপজেলার বৈকারীর এলাকার আব্দুস ছালেকের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় আব্দুস ছালেক তাদের নগদ এক লাখ টাকা দেন। পরদিন মঙ্গলবার সকালে আব্দুস ছালেক বিষয়টি সাতক্ষীরা সদর থানায় লিখিতভাবে জানান। অভিযোগ পেয়ে পুলিশ চাঁদাবাজদের ধরতে তৎপর হয়ে ওঠে। এসআই সাইফুলের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের মেহেদীবাগ এলাকা থেকে সাইফুল ইসলাম ও আলমগীর কবিরকে আটক করে। পরে অভিযোগকারী থানায় গিয়ে তাদের শনাক্ত করেন।
সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এমআইএইচ