বিমানে উঠার সুযোগও আপনাদের দেওয়া হবে না : শিরিন সুলতানা
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেছেন, যারা জনগণকে দশ টাকা করে চাল খাওয়ানোর ঘোষণা দিয়েছিল, যারা এদেশের মানুষকে গণতন্ত্রের মুক্তির আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিল আজকে তাদের হাতে গণতন্ত্রের কবর রচনা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ যদি থাকতে চায় তবে অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে রাজনীতি করার পারমিশন দেন। নতুবা বিমানে উঠার সুযোগও আপনাদের দেওয়া হবে না।
শনিবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়নগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত ১০ দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
শিরিন সুলতানা বলেন, আওয়ামী লীগ আজকে বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। তারা এদেশের সম্পদ বিদেশে পাচার করেছে। তবে আওয়ামী লীগের সব নেতারা এই সুযোগ পায়নি। তাদের দলের কিছু চোর-লুটেরাদের দুর্নীতিতে বাংলাদেশের বাতাস আজ দূষিত হয়ে গেছে। বলা হয় ঢাকা পৃথিবীর দূষিত শহরের একটি। আসলে দূষিত শহরের মাধ্যমে যতটা দুর্গন্ধ ছড়াচ্ছে, তার চেয়ে বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে এই আওয়ামী লীগের দুর্নীতির কারণে। যারা এদেশের মানুষের টাকা লুট করে ওই মালেশিয়া, সিঙ্গাপুর ও কানাডায় বেগম পাড়া বানিয়েছে তাদেরকে এদেশের সাধারণ জনগণ ছাড়বে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা শুনলে মনে হয়, তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রাখা হয় নাই। তাকে বিএনপি বিষয়ক কোনো পদে রাখা হয়েছে। প্রতিদিনই তার বিএনপি বিরোধী কোনো একটা কথা বলতে হবে। তিনি (ওবায়দুল কাদের) বলেন, বিএনপির কোমরে নাকি শক্তি নাই। আমি বলি বিএনপির কোমরে যদি শক্তি না থাকে তবে এতো ভয় কেন? আমাদের কোমরে কতটুকু শক্তি আছে কি নাই তা কী ওই ওবায়দুল কাদেরের ভাববার বিষয়? এতো ভয় যে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে। তাকে উন্মুক্ত করে রাজনীতি পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খাঁনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুবদল নেতা সাহেদ আহমেদ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর প্রমুখ।
বিজ্ঞাপন
আবির শিকদার/এমএএস