সরকার জনগণকে তোয়াক্কা করেনা, তাদের সময় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। 

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগাম ছাড়া। সব কিছুর দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের গোলামে পরিণত হয়েছে। আমরা গোলামী করে বাঁচতে চাই না। মাথা উঁচু করে বাঁচতে চাই।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (১১ মার্চ) দুপুরে ভোলায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের নির্বাচনী অঙ্গীকার নির্বচনের পর দিনই ভুলে যায়। মনোনিবেশ করে দুর্নীতির আর লুণ্ঠনের। এ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা। দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষ বাঁচতে চায়। 

তিনি আরো বলেন, এই সরকার এখন আতঙ্কিত। তারা জানে তাদের সময় শেষ হয়ে এসেছে। অত্যাচার নির্যাতন করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। বাংলাদেশে অতীতে কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। আমাদের আন্দোলনও ব্যর্থ হবে না। এই বছর শেষ হওয়ার আগেই গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশি ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফসহ জেলা বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতারা।

আবদুল হান্নান/এমএ