এক ঘণ্টা পর ছেড়ে গেল সোনার বাংলা এক্সপ্রেস
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে গেছে। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।
আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন জানান, আখাউড়া থেকে ইঞ্জিন যাওয়ার পর সংযোজন করে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বিজ্ঞাপন
এর আগে, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাঘাচং এলাকায় বিকল হয়ে যায়। এতে করে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকে। এখন উভয় লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বাহাদুর আলম/এমজেইউ
বিজ্ঞাপন