প্রাক্তন ক্যাডেটদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠে রংপুর ক্যাডেট কলেজ। বাঁধভাঙা উচ্ছ্বাস, আড্ডা-গল্প আর আনন্দ উল্লাসে মেতে উঠেন সবাই। তিন দিনের পুনর্মিলনী আয়োজনের শনিবার (১১ মার্চ) সমাপনী দিনে অন্যরকম পরিবেশ বিরাজ করে পুরো ক্যাম্পাসজুড়ে। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসসহ বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মাতোয়ারা হয়ে উঠেন শত শত ক্যাডেট আর তাদের পরিবার।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে শুরু হয় রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘রকা’ আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান। সপ্তমবারের মতো এই আয়োজন সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবারসহ ছুটে আসেন সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী।

বহুদিন, বহুবছর পর একেকজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উদ্বেলিত হয়ে উঠে প্রতিটি প্রাণ। প্রাক্তনদের আগমন আর সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে অপরের সঙ্গে গল্প-আড্ডা, পারিবারিক পরিচয় আর প্রিয় ক্যাম্পাস ঘিরে স্মৃতিচারণে অন্যরকম আবহ তৈরি হয়, যা সবাইকে ছুঁয়ে যায়।

পুনর্মিলনীর দ্বিতীয় দিন শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এবং ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. নজরুল ইসলাম। তাকে  অভ্যর্থনা জানাতে বর্ণিল সাজে সজ্জিত করা হয় পুরো ক্যাম্পাস।

প্রধান অতিথি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার পর বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের বর্ণাঢ্য প্যারেডে অভিবাদন সালাম গ্রহণ করেন। এর আগে তাকে অভ্যর্থনা জানান ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাকিল আহমেদ, রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল ইসলাম এবং ‘রকা’ এর সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ এহতেশামুল হকসহ (অব.) অন্য অতিথিরা।

মো. নজরুল ইসলাম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

প্যারেড শেষে তিনি রংপুর ক্যাডেট কলেজের প্রশাসনিক ভবনের সামনে একটি বৃক্ষ রোপণ করেন। পরে তিনি ‘রকা’ এর নির্বাহী কমিটি, কলেজের কর্মকর্তা ও অনুষদ সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

তিন দিনব্যাপী পুনর্মিলনীতে প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে ফুটবল ও ক্রিকেট ম্যাচসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়। এ সময় প্রাণের বন্ধনে মিলিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

শনিবার সমাপনী দিনে বর্ণিল আয়োজন ও দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ